Image description
 

রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি-৭-এ ফিরিয়ে আনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। খবর রয়টার্সের।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলোর এই জোটের সদস্য ছিল রাশিয়া। তখন জোটটি জি-৮ নামে পরিচিত ছিল। ক্রিমিয়া দখলের পর মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করা হয়।

ট্রাম্প হোয়াইট হাউসে নতুন করে শুল্ক ঘোষণার সময় বলেন, ‘আমি তাদের (রাশিয়া) ফিরিয়ে আনতে চাই। আমার মনে হয় তাদের বাদ দেওয়া ভুল ছিল। দেখুন, বিষয়টি আসলে রাশিয়াকে পছন্দ করা বা না করার নয়। এটি ছিল জি-৮।’

 

ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছিলাম- 'তোমরা কী করছ? তোমরা সবাই কেবল রাশিয়ার কথা বলছ। তাদের আলোচনার টেবিলে বসা উচিত। আমার মনে হয় পুতিন ফিরে আসতে পছন্দ করবেন।’

 ট্রাম্পের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। কানাডা এই বছর জি-৭ জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।