যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সফর শেষ করে এদিন আমেরিকা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
তুলসি গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাতের তথ্য দিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ লেখেন, ‘ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ডের সঙ্গে দেখা হয়েছে। গোয়েন্দাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন। ভারত-মার্কিন বন্ধুত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, যার তিনি সর্বদা একজন শক্তিশালী সমর্থক।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে একটি পোস্টে জানান, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা এবং আসন্ন হুমকিতে গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়েও মোদি-তুলসির মধ্যে আলোচনা হয়েছে।
বুধবারই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান হিসেবে অনুমোদন পেয়েছেন তুলসি গ্যাবার্ড। মার্কিন সিনেটে ৫২-৪৮ ভোটে জয়ী হন সাবেক ডেমোক্র্যাট এই কংগ্রেসওম্যান। তাঁর অধীনে থাকবে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থা।