![Image description](https://content.bdtoday.net/files/img/202502/775fb050f2384a79f47f2df44c6a3487.png)
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৬৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, তার স্ত্রী ও দুই মেয়ের নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি বলেন, মোস্তফা কামালের বিরুদ্ধে ২৭.৫২ কোটি টাকা, তার স্ত্রী কাশ্মীরি কামালের বিরুদ্ধে ৪৬.১১ কোটি টাকা, মেয়ে কাশফি কামালের বিরুদ্ধে ৩১.৫৮ কোটি টাকা এবং নাফিসা কামালের বিরুদ্ধে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।