![Image description](https://content.bdtoday.net/files/img/202502/c186de96bd7f4237d7433e885afcb61d.png)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের নামে চালু থাকা একটি ফেসবুক পেজের একাধিক পোস্ট নিয়ে সম্প্রতি আলোচনা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল অনেকেই পেজটিকে জাফর ইকবালের আসল পেজের পোস্ট ভেবে পেজের পোস্টগুলো শেয়ার করছেন, ক্ষেত্রবিশেষে করছেন সমালোচনাও।
এমনকি কতিপয় গণমাধ্যমও পোস্টগুলোকে জাফর ইকবালের পোস্ট দাবি করে সংবাদ প্রকাশ করেছে।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, এই পেজের মালিক জাফর ইকবাল নন এবং এই পেজের পোস্টের কোনো কথা তার নয়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত পেজটি ড. মুহম্মদ জাফর ইকবাল দ্বারা বা তার অধীনে পরিচালিত হচ্ছে না বরং একাধিকবার বিভিন্ন নামের পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করা এই পেজটিকে তার নামে চালু থাকা ভুয়া পেজ বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।
![ড. জাফর ইকবাল নামের পেজে হাদিস প্রচার, যা জানা গেল](https://www.kalbela.com/assets/news_photos/2025/02/13/inside-image/163937_1_1739447636.jpg)
এ বিষয়ে অনুসন্ধানে কথিত পেজটির ট্রান্সপারেন্সি সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি আগে একাধিকবার নাম পরিবর্তন করেছে। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর ‘শ্রাবণ সন্ধ্যা’ নামে পেজটি চালুর পর একাধিকবার নাম বদলে সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর ‘ড. মুহম্মদ জাফর ইকবাল’ নাম রাখা হয়।
ফেসবুকে ড. মুহম্মদ জাফর ইকবালের এই মুহূর্তে কোনো অফিশিয়াল পেজ সক্রিয় নেই বলে জানা গেছে।
২০২৩ সালের ১২ মার্চ অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, Muhammed Zafar Iqbal নামে চালু থাকা জাফর ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। পরে পেজটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি এবং এটি বর্তমানে ফেসবুকের সার্চ ফলাফলেও প্রদর্শিত হচ্ছে না।
দাবিটির বিষয়ে জানতে ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথা বলেছে রিউমর স্ক্যানার। তিনি নিশ্চিত করেছেন, আলোচিত পেজটি ভুয়া।
সুতরাং, ভুয়া একটি ফেসবুক পেজকে ড. মুহম্মদ জাফর ইকবালের আসল পেজ দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।