![Image description](https://content.bdtoday.net/files/img/202502/5ffd617b2f67a1d78607fa49d2c3a334.png)
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিখ্যাত ফয়সাল মসজিদে হামলার শঙ্কা দেখা দিয়েছে। সন্ত্রাসী হামলার হুমকি থাকায় বুধবার যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সেখান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এটি দেশটির বৃহত্তম মসজিদ। প্রতিদিনই শত শত দেশি-বিদেশি পর্যটক মসজিদটি দেখতে যায়।
এ সপ্তাহের শুরুর দিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে শহরের ফয়সাল মসজিদে জঙ্গিদের অভিযানের সম্ভাব্যতা প্রকাশ পাবার পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস এই হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। সংক্ষিপ্ত ভিডিওতে দেখানো হয়েছে একজন হাতে আঁকা একটি প্যামফ্লেট প্রদর্শন করছে যাতে আঁকা আছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)’এর পতাকা।
টিটিপিকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী সংগঠনের বৈশ্বিক তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সোমবার টিটিপি’র সঙ্গে সংশ্লিষ্ট মিডিয়াতে এই ভিডিও প্রদর্শন করা হয়। টিটিপি নিয়মিতভাবেই প্রধানত আফগানিস্তানের সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও অন্যান্য দপ্তরকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালায়। সাম্প্রতিক বছরগুলিতে এ রকম সহিংসতায় শত শত লোক প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন আর কিছু জানানোর আগে পর্যন্ত তাদের কর্মচারিদের মসজিদের ওই এলাকায় যেতে নিষেধ করেছে। এই সতর্কবার্তায়, মার্কিন নাগরিকদের ওই এলাকা পরিহার করতে বলা হয়েছে এবং বলা হয়েছে, টিটিপি জঙ্গিরা ইসলামাবাদের ফায়সাল মসজিদের বিরুদ্ধে হুমকি দিয়েছে।
এই সন্ত্রাসী হুমকি সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয় ঠিক যে দিন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ইসলামাবাদে গিয়ে পৌঁছান।