Image description

চলে গেলেন ফুটবলের রাজা পেলে। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের এই কিংবদন্তি। ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ফুটবলের এই জাদুকর। বিবিসি, আলজাজিরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে কেলি নেসিমেন্তো। বৃহস্পতিবার রাত ১টায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। 

১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার সেঞ্চুরির সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

কালো মানিক-খ্যাত পেলের পুরো নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। ২৩ অক্টোবর ১৯৪০ সালে জন্ম নেওয়া এই ফুটবল জাদুকর অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই। বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল তার। কয়েক বছর ধরে এর সঙ্গে যোগ হয়েছিল কোলন ক্যানসার। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎসকরাও বুঝেছিলেন, সময় হয়ে গেছে। শুরু হয়েছিল উপশমসেবা দেওয়া। মানে কোনো রোগীর শরীর যখন স্বাভাবিক চিকিৎসায় সাড়া না দেয়, তখন তার মৃত্যুর আগে পর্যন্ত ব্যথা আর কষ্ট উপশমের জন্য সেবা দেওয়া হয়। শেষ পর্যন্ত চলে গেলেন বেশিরভাগ মানুষের চোখে সর্বকালের সেরা ফুটবলার, চলে গেলেন ব্রাজিলিয়ানদের প্রিয় ‘ও রেই’ বা ‘রাজা’।

পেলেকে হাসপাতালে ভর্তি করা হয় গত ১ ডিসেম্বর। বছরদুয়েক ধরেই হাসপাতালে যাওয়া-আসা ছিল তার। গত ২ ডিসেম্বর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’ জানিয়ে প্রার্থনা ও শুভকামনার জন্য ভক্তদের ধন্যবাদ জানান এই ফুটবলার।

পেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে জানার পর থেকেই তার জন্য প্রার্থনা চলছিল ফুটবলবিশ্বে। কাতার বিশ্বকাপের কর্তৃপক্ষও শুভকামনা জানায় তাকে। বিশ্বকাপের ম্যাচ চলাকালে বহুতল ভবনে তার বিশালাকার ডিজিটাল পোস্টার প্রদর্শন করা হয়।