Image description

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ২৯ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের সবাইকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের তালিকায় যারা রয়েছেন- হালুয়াঘাট উপজেলা বিএনপির চারজন যুগ্ম আহ্বায়ক—কবী মোজাম্মেল হোসেন খান, সাজ্জাদ হোসেন খান হীরা, আ.ন.ম সাদেকুর রহমান নঈম ও আবু হাসনাত এবং সদস্য মো. সুজারুল ইসলাম ফকির, এখলাস উদ্দিন বিএসসি ও হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। হালুয়াঘাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি (মোল্লা মনির), ডা. আবুল কাশেম মেম্বার এবং সদস্য মো. মতিউর রহমান মতি, মো. শরিফুল আলম ও মো. হাবিবুর রহমানও রয়েছেন এই তালিকায়।

অন্যদিকে, ধোবাউড়া উপজেলা বিএনপির পাঁচজন যুগ্ম আহ্বায়ক—মো. কাছিম উদ্দিন বিশ্বাস, মো. নজরুল ইসলাম দুলাল, মো. মঞ্জুরুল হক মুঞ্জু, মো. মেজবাহ উদ্দিন মামুন ও মো. আব্দুস শহিদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ধোবাউড়া উপজেলার সদস্য মো. ওয়াজেদ আলী মাস্টার, মো. আজিজুল হক, মো. আব্দুর রশিদ মেম্বার, মো. কবিরুল ইসলাম টিটুল, খন্দকার আক্কাছ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. আব্দুল হামিদ মেম্বার, মো. শামীম মিয়া, মো. মাসুদ সরকার, মো. মোশারফ হোসেন, মো. মারফত আলী মেম্বার ও মো. কামাল সরকারকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন এই বহিষ্কার : দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে সরাসরি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়মনসিংহের এই গুরুত্বপূর্ণ আসনগুলোতে নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক নেতার বহিষ্কার স্থানীয় রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই কঠোর বার্তা তৃণমূলের অন্যান্য নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করবে বলে মনে করছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় উক্ত ব্যক্তিদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।