জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বি ইউনিট ভর্তি পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর খুঁজতে গিয়ে এক ভর্তিচ্ছু নারী শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ২য় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষ থেকে এ তাকে আটক করা হয়। আটকের পর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, ভর্তিচ্ছু শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আমির হোসেন জুয়েলের মেয়ে। বি ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর-২২২১৩৯৪।
লিখিত স্বীকারোক্তিতে তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সময় আমি Huawei 97 Prime মডেলের একটি মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ফোনে তার ছবি তুলে ChatGPT ব্যবহার করে উত্তর বের করে উত্তরপত্র পূরণ করা অবস্থায় কেন্দ্রের পরিদর্শক দেখতে পেয়ে আমাকে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন।
‘‘আমি স্বেচ্ছায়, সজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় পুনরায় এই মর্মে স্বীকারোক্তি প্রদান করছি যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আমি অসদুপায় অবলম্বন করেছি। উপরে বর্ণিত তথ্যসমূহ নির্ভুল ও সম্পূর্ণ সত্য। আমার দ্বারা সংঘটিত অপরাধে কর্তৃপক্ষ যে ধরনের শাস্তি প্রদান করবেন আমি তা মেনে নিতে বাধ্য থাকব।’’
হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, প্রথমে ওই শিক্ষার্থীকে সন্দেহ হওয়ায় পেছনের সিট থেকে সামনের সিটে নিয়ে যাওয়া হয়। কিন্তু সামনের সিটে বসেও সে মোবাইলে চ্যাটজিপিটি দিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে। পরবর্তীতে তাকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানান, আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে জানিয়েছি যেন এ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে এবং আর কখনো যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা না দিতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে।
এর আগে গতকাল রবিবারও (২১ ডিসেম্বর) নকল করার অভিযোগে আরও এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মোবাইলসহ হাতেনাতে আটক করা হয়।