২০০৭ সালের ওয়ান ইলেভেনের সূচনালগ্ন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসা কিংবা নির্যাতনের কারণে যথাসময়ে শিক্ষাজীবন সমাপ্ত করতে পারেননি—এমন ২৯ ছাত্রদল নেতাকর্মীদের পুনঃভর্তির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। গত ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রদলের ২৯ নেতাকর্মীদের মধ্যে তিনজন ২০ বছর পর আবার শুরু করবেন পড়াশোনা। একজন প্রথম বর্ষ থেকে, একজন দ্বিতীয় বর্ষ থেকে এবং অন্যজন তৃতীয় বর্ষ থেকে। বর্তমানে তাদের একজন মহানগর যুবদল নেতা।
খোঁজ নিয়ে জানা গেছে, ফজলুল হক হলের সাবেক সহ-সভাপতি শেখ আল ফয়সাল। তিনি রসায়ন বিভাগের ২০০৫-৬ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি প্রথম বর্ষ থেকে শুরু করতে চান। সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ঝলক মিয়া। মনোবিজ্ঞান বিভাগের ২০০৫-৬ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি তৃতীয় বর্ষ থেকে পড়া শুরু করবেন। এছাড়াও এডিএম মারুফ বিল্লাহ সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-৬ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি দ্বিতীয় বর্ষ থেকে শুরু করতে চান। ছাত্রদলের সাথে জড়িত থাকলেও তার পদবি কী ছিল সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তারা আবাসিক হলে থাকতে পারবেন কিনা, জানতে চাইলে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী কোনো শিক্ষার্থী নিয়মিত কোর্সে ভর্তি থাকলে সে হলে থাকতে পারে। সেক্ষেত্রে তাদের যদি অন্যান্য যোগ্যতা থাকে তবে হলে উঠবে। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা কারো রাজনৈতিক পরিচয় জানি না। তারা তাদের বিভাগ বা ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের কাছে আবেদন করেছে। তারা জানিয়েছে, তারা বিভিন্ন সময় নির্যাতনের কারণে ক্যাম্পাসে থাকতে পারেনি। তাই এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। এখন তো সব জায়গায় যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে।’