Image description

ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, আনোয়ারুল আজিম আরিফসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং ট্রাস্ট পরিচালিত আইআইইউসি টাওয়ার থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগে সাবেক এমপি ও উপাচার্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. আকতারুল ইসলাম। খবর বাসসের। 
দুদক জানায়, অভিযুক্তরা আইআইইউসি টাওয়ার থেকে বিশ্ববিদ্যালয় আইন, ট্রাস্ট আইন ও বিধি বহির্ভূতভাবে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বমোট ১২ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অভিযুক্তরা হলেন, চট্টগ্রাম ১৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও আইআইইউসি টাওয়ার ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, আইআইইউসি'র সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, টাওয়ার ম্যানেজমেন্ট কমিটির সাবেক কো-অর্ডিনেটর প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি'র ফাইন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, আইআইইউসি'র ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি'র বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, মিসেস রিজিয়া সুলতানা চৌধুরী, মোহাম্মদ খালেদ মাহমুদ, প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, ড. মোঃ শামসুজ্জামান, মোহাম্মদ বদিউল আলম, আইআইইউসি'র শিক্ষক সহযোগী অধ্যাপক মুহাম্মদ সফিউর রহমান, অধ্যাপক ড. মোঃ মাহি উদ্দিন, অধ্যাপক আফজাল আহমদ, প্রভাষক ড. মোজাফফর নদভী।