Image description

জোটবদ্ধ হলেও নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে— নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর এই অংশের পরিবর্তন চেয়ে আইন উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবরও চিঠি দেবে বিএনপি। শনিবার রাতে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এ সংক্রান্ত আরেকটি চিঠি আজ নির্বাচন কমিশনেও দেয়া হতে পারে বলে জানান তিনি।

আরপিওর ২১ ধারায় কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা ছিল। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও (সংশোধন) অধ্যাদেশ অনুমোদিত হয়। এতে নিবন্ধিত রাজনৈতিক দলের জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান অন্তর্ভুক্ত করা হয়।

বিএনপি ছোট দলগুলো জোটভুক্ত হয় শরিক বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করার সুবিধার জন্য আরপিওর ২১ ধারাটি বহাল রাখার পক্ষে মত দিয়েছিল।

এ বিষয়ে বিএনপির একজন নেতা ইতোমধ্যে আইন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে। এই সংশোধনী বাতিল করার জন্য দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হবে।

জোটবদ্ধ হলেও নিজেদের দলীয় প্রতীকেই নির্বাচন করার এই সংশোধনী প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হওয়ায় ছোট দলগুলোতে অস্বস্তি দেখা দিয়েছে। বিশেষ করে, বিএনপির সঙ্গে জোট করতে আগ্রহী ছোট দলগুলোর অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, নিজেদের দলীয় প্রতীকে প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হওয়া যাবে কি না।

শীর্ষনিউজ