Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের নেত্রী আফিয়া আনজুম রোরকা পরে ক্যাম্পাসে এলে তাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা আছে।

আজ রবিবার (১৯ জানুয়ারি) বেলা একটায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, জবি ছাত্রলীগের নেত্রী আফিয়া আনজুম রোরকা পরে ক্যাম্পাসে এলে তাকে আটক করেন শিক্ষার্থীরা। তারা পুলিশকে কল দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দেন এবং ব্যবস্থা নিতে বলেন। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, আফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর অফিসে আলোচনা চলছে এবং পুলিশকে আসতে বলা হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, আফিয়ার বিরুদ্ধে দুটি হত্যা মামলা আছে। তিনি জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। হলে ছাত্রলীগ নেত্রী পরিচয়ে করেছেন একাধিক অপকর্ম।  শিক্ষার্থীদের নানা হেনস্তা করতেন তিনি। এখনো তিনি আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট করে হুমকি দেন।