
চলতি বছরের এইচএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ও এমআইএসটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেডিকেলসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তারিখও নির্ধারণ হয়েছে। তবে দুই গুচ্ছসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনও তারিখ চূড়ান্ত করতে পারেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
ভর্তি প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৫ বুধবার দুপুর ১২টা থেকে ১৬ নভেম্বর ২০২৫ রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১০৫০ (এক হাজার পঞ্চাশ) টাকা। চারটি রাষ্ট্রায়ত্ব বানিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোন শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিবে।
সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর ২০২ শনিবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) আগামী ২৯ নভেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হবে।
সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আইবিএ ইউনিট-এর ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মেডিকেল ও ডেন্টাল কলেজ
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে আগামী নভেম্বর মাসে। তবে আবেদন শুরুর তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
রবিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে বিভাগের এক যুগ্ম-সচিব বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ভর্তি আবেদন শুরু হবে। ভর্তি নীতিমালায় খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে এ বিষয়ে আরেকটি সভা হবে। ওই সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিন, একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। সিলেকশন প্রক্রিয়া কীভাবে হবে তা আগামী সপ্তাহের সভা শেষে বলা যাবে।’
গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি। দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে।
এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক হাজারের বেশি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আবেদন, পরীক্ষার তারিখসহ সব বিষয় চূড়ান্ত হবে। আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে জানিয়েছে ভর্তি কমিটি।
বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া আজ রবিবার (১৯ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী সপ্তাহে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’ আগামী ২৫ অক্টোবর এ সভা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিল দায়িত্ব গ্রহণ করেছেন। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে ২০ নভেম্বর। জানতে চাইলে সোমবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ কথা বলেন।
এর আগে, গত ৬ অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও সিদ্ধান্ত হয়, এবছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এমআইএসটি
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত।
ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আগামী ২ নভেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এবারও থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ তবে সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ নম্বর কাটা যাবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ ডিসেম্বর।
২০২২ ও ২৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২৪ ও ২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে ১৮ পয়েন্ট থাকতে হবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে এইচএসসি ও সমমানের জিপিএ-৪ করে পেতে হবে।
‘এ’ ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারে গণিতে ৮০, পদার্থ বিজ্ঞানে ৬০, রসায়নে ৪০ ও ইংরেজিতে ২০-মোট ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। আর ‘বি’ ইউনিটের আর্কিটেকচারে অঙ্কন ও আর্কিটেকচার সম্পৃক্ত বিষয়ে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১২০০ টাকা। আর আর্কিটেকচারের ‘বি’ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৪০০ টাকা।
বিইউপি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রথমবারের মতো বিইউপিতে যুক্ত হতে যাচ্ছে মেডিকেল স্টাডিজ অনুষদ নামে নতুন একটি অনুষদ। ফলে এবার বিইউপিতে ৫টি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আর ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আজ রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির সভা সূত্রে এমন তথ্য জানা গেছে।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের ২ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ৬ জানুয়ারি ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সূত্র আরও জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সাধারণ গুচ্ছ
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তাছাড়া সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারণ হয়েছে। এ অবস্থায় গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে শিগ্গির বসতে যাচ্ছেন আয়োজক কমিটিতে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৯টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে এবার এর সংখ্যা বাড়তে পারে। চলতি মাসের মাঝামাঝি সময়ে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। এরপরেই সভায় বসবেন উপাচার্যরা।
আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই পরীক্ষা আয়োজনের দিনক্ষণ নির্ধারণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন উপাচার্যরা। যদিও জাতীয় নির্বাচনের আগে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীরা সেশনজটে পড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ শুরু হতে পারে এবারের ভর্তি পরীক্ষা। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি বলেন, আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। কমিটি এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
কৃষি গুচ্ছ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কার্যক্রম থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে। এতে করে কয়েক বছর আগে চালু হওয়া কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পদ্ধতি ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এর আগেও বেরিয়ে যাওয়ার কথা বললেও শেষ পর্যন্ত গুচ্ছে থেকে ভর্তি পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সমন্বিত পদ্ধতিতে কিছু অসংগতি ও স্বকীয়তা হারানোর আশঙ্কায় বাকৃবি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এতে করে বাকৃবির ভবিষ্যৎ ভর্তি কার্যক্রম আলাদাভাবে পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের আগে টানা পাঁচবার কৃষি গুচ্ছের নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছিল বাকৃবি। এবারও তারা সেই সিদ্ধান্তে অটল রয়েছে। গত শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বাকৃবি গুচ্ছে থাকলেও এবার তাদের এই প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কৃষি গুচ্ছ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের ৯টি কৃষি ও কৃষি-সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মিলে একটি গুচ্ছভুক্ত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। একাধিক ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে, সদস্য প্রতিষ্ঠানের মধ্যে মতানৈক্য, প্রশাসনিক জটিলতা ও ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার কারণে এ গুচ্ছ ব্যবস্থার স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে।
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের আগে টানা পাঁচবার কৃষি গুচ্ছের নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছিল বাকৃবি। এবারও তারা সেই সিদ্ধান্তে অটল রয়েছে। গত শিক্ষাবর্ষে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বাকৃবি গুচ্ছে থাকলেও এবার তাদের এই প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কৃষি গুচ্ছ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।