Image description

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম দিদারকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

সোমবার রাত ১১টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কের কালিয়ান এলাকার বাদল ভূঁইয়ার ইটখলার পাশে রাস্তার ধারে দিদারকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত  চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পর্যবেক্ষণে রেখেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

দিদারের চাচাতো ভাই হাসান জানান, গন্ডা ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে বিরোধী পক্ষের কয়েকজন আগে থেকেই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।

ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে দলীয় কোন্দল বা পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।