
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “সব ব্যাঙকে এক পাল্লায় ওঠানো যাবে না।” শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে জুলাই সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
জুলাই সনদে কয়েকটি রাজনৈতিক দল স্বাক্ষর না করার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা আব্বাস বলেন,“সব ব্যাঙকে এক পাল্লায় ওঠানো যাবে না। কেউ লাফাবে, কেউ উঠবে। আমি বিশ্বাস করি, যারা স্বাক্ষর করেনি, তারা আবার স্বাক্ষর করতে আসবে। তাদের জন্য সেই অপশন (সুযোগ) এখনো খোলা আছে।”
তিনি আরও বলেন,“আমি বলছি না যে সনদ এমন কোনো বিশাল কিছু হয়ে গেল। তবে এটাকে অস্বীকারও করা যাবে না। যারা অস্বীকার করবে, তারা রাজনীতিতে থাকতে পারবে না।”
এদিন বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে তৈরি এই ঘোষণাপত্রে এখন পর্যন্ত সব দলের স্বাক্ষর পাওয়া যায়নি। তবে বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের অংশগ্রহণে সনদে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদে বিএনপির অংশগ্রহণ দলটির কূটনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ রাজনীতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকাটাইমস