Image description

নাটোরের লালপুরে একইসঙ্গে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন বাবা ও মেয়ে।

এলাকাবাসী জানান, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান ও তার মেয়ে হালিমা খাতুন। তারা পৃথক দুটি কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

আব্দুল হান্নান জানান, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সংসার জীবনে নেমে পড়েন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন। তখন তিনি কাউকে না জানিয়েই স্কুলে ভর্তি হয়েছিলেন এবং নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দিয়ে কৃতকার্য হন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়ান এই শিক্ষানুরাগী পিতা।

এ বছর তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ও একসঙ্গে পাস করেন।

মেয়ে হালিমা খাতুন বলেন, ‘পরিবারে দরিদ্রতা থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছা শক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।’

আব্দুল হান্নান বর্তমানে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করছেন।

তার এই অদম্য ইচ্ছাশক্তি ও শিক্ষার প্রতি ভালোবাসা স্থানীয় সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, শিক্ষার বয়স নেই প্রমাণ করেছেন আব্দুল হান্নান।আমরা তাকে স্বাগত জানাই এবং যদি কোন সহযোগিতা প্রয়োজন হয়, উপজেলার পক্ষ হতে তা প্রদান করা হবে।