
ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবায়ের বিন নেছারী জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ভয়াবহ কর্মকাণ্ড চলে।
শনিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কাল রাত বারোটা থেকে প্রায় ফজর পর্যন্ত আমি ক্যাম্পাসের আশপাশ এলাকায় একটা অনুসন্ধানী অভিযান চালিয়েছি। বেশ কয়েকটা স্পটে ভয়াবহ রকম দে'হব্যবসা চলে। দুইটা গ্রুপ এদের, একটা গ্রুপ নারী আরেকটা গ্রুপ ট্রান্স।
যুবায়ের বিন নেছারী বলেন, তাদের অনেকেরই পরিবার আছে। পরিবার জানে তারা চাকরি করে বিভিন্ন জায়গায়। এই পতিতাবৃত্তির সাথে স্থানীয় পুলিশ প্রশাসনও জড়িত।
তিনি আরো বলেন, সবচেয়ে এলার্মিং ব্যাপার হচ্ছে ট্রান্স নিয়ে। এদের মধ্যে একজনের ইংরেজি এক্সেন্ট খুব সুন্দর।
ডাকসুর এই নেতা বলেন, জিনিসটা আসলেই এলার্মিং। মানুষজন যদি এখনো এই বিকৃতির ব্যাপারে সচেতন না হয়, প্রতিরোধ গড়ে না তুলে সামনে ভয়াবহ যুগ আসতেছে।