
জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বক্তব্যের নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সালাহউদ্দিন আহমদের ওই বক্তব্য প্রত্যাহার করে
নেয়ার পাশা পাশি ক্ষমা চাওয়া র আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
শনিবার (১৮ই অক্টোবর) রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এ সময়ে জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে, সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য নাহিদ ইসলাম।
গতকাল শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ প্রসঙ্গে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন ঐকমত্য কমিশনের সঙ্গে, আমাদের সঙ্গেও কথা বলেছে। যেটা নিয়ে আমিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। কমিশনের সহসভাপতি দাবি অনুযায়ী সংশোধন করেছেন। এরপরও অসন্তোষ থাকার কথা নয়।’
তিনি আরও বলেন, ‘যেসব বিশৃঙ্খলতা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।’
বিএনপির এ নেতার ওই বক্তব্যের প্রেক্ষিতে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনের শেষ দিকে নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহার এবং জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।