
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১১টি হলের ফল প্রকাশিত হয়েছে। এগুলো হল- মন্নুজান, রোকেয়া, তাপসী রাবেয়া, বেগম খালেদা জিয়া, রহমতুন্নেসা, জুলাই-৩৬, শের-ই-বাংলা, শাহ্ মখ্দুম, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী ও শামসুজ্জোহা হল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এ ফলাফল ঘোষণা করেন রাকসু নির্বাচন-২০২৫ এর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
জানা গেছে, এসব হলের মধ্যকার নারীদের ৬ হলের সংসদে শীর্ষ তিন পদের সবগুলোতেই (ভিপি, জিএস ও এজিএস) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নারীদের এ হলগুলো হল- রোকেয়া হল, মন্নুজান হল, তাপসী রাবেয়া হল, বেগম খালেদা জিয়া হল, রহমতুন্নেসা হল এবং জুলাই-৩৬ হল।