Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতি শিক্ষার্থীর জোট' প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে আচরণবিধি-সংক্রান্ত কমিটি ও নির্বাচন কমিশনের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অভিযুক্ত ও অভিযোগকারী উভয়পক্ষ উপস্থিত ছিল।

কমিটির একটি সূত্র জানায়, ছাত্রদলের পক্ষ থেকে মাইক ব্যবহার করে শ্রেণিকক্ষে প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিশন 'সম্প্রীতি শিক্ষার্থীর জোট' প্যানেলের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের কার্যালয়ে এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গের প্রায় ২০টি অভিযোগ জমা পড়েছে। মঙ্গলবারের বৈঠকে এসব অভিযোগ পর্যালোচনা করে বেশ কয়েকজন প্রার্থী ও প্যানেলকে সতর্কও করা হয়।

আচরণবিধি কমিটির প্রধান অধ্যাপক আমির মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, আমরা সবাইকে ডেকে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। বেশকিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আপাতত সেগুলো প্রকাশ করছি না। নির্বাচন শেষে বিস্তারিত জানাবো।