Image description

রাজধানীর ফার্মগেটস্থ বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির দুই ছাত্রীর ছবি তোলার দায়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে বিশ্ববদ্যিালয়টির শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে ক্যাম্পাসের ভেতরে কান ধরে উঠবস করায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। 

তিনি বলেন, ইউনিভার্সিটির দুইজন ছাত্রীর ছবি তোলার দায়ে আবু আহম্মদ নামে এক ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন। আগামীকাল বুধবার (১ অক্টোবর) তাকে কোর্টে চালান করা হবে।

তার বিষয়ে শিক্ষার্থীরা কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তারা কোনো ধরনের লিখিন অভিযোগ করেননি। তবে তারা আমাদের মৌখিকভাবে জানিয়েছিল। তখন আমরা তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে দুইজন ছাত্রী মেইন ক্যাম্পাসের ভেতরে দাঁড়িয়ে ছিল। তখনই তারা খেয়াল করলেন মেইন গেইটের বাইরে থেকে একজন লোক (৩২ কিংবা ৩৩ বয়সী) তাদের ছবি তুলছেন। তখন ওই দুইজন মেয়ে লোকটিকে গিয়ে জিজ্ঞেস করে যে আপনি কেনো আমাদের ছবি তুলেছেন?, লোকটি তখন অস্বীকার করেন এবং তিনি কোনো প্রকার ছবি বা ভিডিও করেননি বলে দাবি করেন। এরপর যখন দুইজন মেয়ে তার ফোন চেক করতে চান, তখন লোকটি ফোন দেখাতে চান না এবং মেয়ে দুইজনকে বারবার সরি বলেন। এরপর বিশ্ববিদ্যালয়টির সিনিয়র-জুনিয়র, ক্যাম্পাসে যারা ছিলেন তারা সবাই এগিয়ে আসে এবং লোকটিকে ক্যাম্পাসের ভেতরে নিয়ে আসে। পরে শিক্ষকদের পুরো ঘটনা বলা হয়, এরপর পুলিশ কর্তৃপক্ষকে খবর দেয়া হয় এবং পুলিশকে পুরো ঘটনা জানানো হয়।

তিনি আরও বলেন, পুলিশ ওই লোকের ফোন চেক করে দেখে যে ওই দুটি মেয়ের ছবি এবং ভিডিও আছে। ভিকটিম মেয়ে দুটির কথা ছিল যে এ লোক যেন পরবর্তীতে এমন কোন কাজ করতে না পারে এবং এর পাশাপাশি যেনো আমাদের ইউনিভার্সিটির সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত হয়। কারণ বেশ কিছুদিন আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে পুলিশের লোকজন এবং আমাদের ফ্যাকাল্টি (শিক্ষক) মিলে ওই লোকটিকে দিয়ে মেয়ে দুটির কাছে ক্ষমা চাইয়েছে এবং কান ধরে উঠবস করায়। এরপর লোকটিকে থানায় পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়।