Image description

‘পুলিশি হামলা’র বিচারসহ তিন দফা দাবিতে ফের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ কর্মসূটি পালন করা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেবেন। বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ নিজের ভেরিফায়েড পেজে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ এর ব্যানারে ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ ও পুলিশি হামলার বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেলা সাড়ে ১১টায় বুয়েট শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলিত হবেন দোয়েল চত্ত্বরে।

সেখান থেকে শিক্ষা ভবন, মৎস্য ভবন হয়ে প্রেসক্লাবে গিয়ে মিছিল শেষ হবে। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা বক্তব্য দেবেন। তাদের তিন দফা দাবি হলো- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা; দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।

গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেকে আহত হন।