
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থী সর্ব মিত্র চাকমা আবেগঘন এক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, প্রচারণার টানা তিন সপ্তাহ তাঁর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেললেও মনোবল হারাননি। বরং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি ছুটতে পছন্দ করি, আর যতদিন আছি ছুটে চলব।’
সোমবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ডাকসু’র ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্ব মিত্র চাকমা এমন আবেগ প্রকাশ করেন।
সর্ব মিত্র বলেন, ‘১৮ আগস্ট ২০২৫ দিনটা আমার জীবনে এক টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। মনোনয়ন প্রত্যাহারের জন্য কম চাপ আসেনি। হুমকি, জমি দখলের ভয়, সমাজচ্যুত করার চেষ্টা, এমনকি চাঁদাবাজির মতো নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে এবং আমার পরিবারকে।’
তবে সব প্রতিকূলতার মাঝেও হাসিকে শক্তি হিসেবে বেছে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে যে হাসিখুশি-প্রাণবন্ত দেখেছেন এই তিনটা সপ্তাহ, আমি ভেতরে আসলে এমন ছিলাম না। প্রতিপক্ষকে ঘায়েল করতে আমার হাসিটাই যথেষ্ট। যেমনই থাকি, আমার হাসিটাকে বাঁচিয়ে রাখতে হবে।’
সহপাঠীদের সহযোগিতা ও সাহস দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি যখন সিনিয়র, জুনিয়র ও ব্যাচমেটদের দ্বারে দ্বারে গেছি, সবাই সাহস জুগিয়েছে—‘ভয় নেই, আমরা তো আছি।’ এই কথাগুলো আমার কাছে কোটি টাকার চেয়ে দামী।”
বিশেষভাবে ২৪-২৫ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাঁরা সর্বদা হাসিমুখে এগিয়ে এসে মনোবল জুগিয়েছেন।
প্রচারণার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যাদের কাছে আমি পৌঁছাতে পেরেছি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। অনেকে খোলামেলা ভাবে তাদের সমস্যার কথা জানিয়েছেন। নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা, আমাদের সংগ্রাম চলতেই থাকবে।’