Image description

‘এই শিকল তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার মাধ্যমে যদি কোনো অন্যায় পাও তাহলে আবার আটকায় দিয়ো’। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে এসে বাসভবনের শিকল খুলে এ মন্তব্য করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্য হিসেবে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এ অধ্যাপক।

যোগদানের পরেই তিনি শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপরপরই আন্দোলনের সময় তালাবদ্ধ বাসভবনের গেটে তালা খুলতে শিক্ষার্থীদের সাথে নিয়ে যান।

এরআগে উপাচার্যের দপ্তরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময়ে তিনি আরো বলেন, যেহেতু সরকার আমাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিয়োগ দিয়েছে, তাই আমি আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে যাতে বিশ্ববিদ্যালয় মান, মর্যাদা ও র‍্যাংকিংয়ে আরও এগিয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার শিক্ষার্থীদের টানা একমাসের আন্দোলনের পর ঢাবি অধ্যাপক শুচিতা শরমিনকে উপাচার্যের পদ থেকে অব্যহতি দেওয়া হয়৷ সেই সাথে একই দিনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।