রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হলেও ২০৩১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকতে হচ্ছে।
আজ রোববার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন ইউজিসি উপ-পরিচালক জামাল উদ্দিন।
জামাল উদ্দিন বলেন, ইউজিসির চেয়ারম্যান স্যার আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ঘোষণা করেন।
কবে থেকে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, মাত্রতো নাম ঠিক হলো। এখন আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এ আইন পাশ করে তবেই বিশ্ববিদ্যালয়। পুরো কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লাগতে পারে।
এর আগ পর্যন্ত বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম কি হবে জানতে চাইলে ইউজিসি উপ-পরিচালক জামাল উদ্দিন বলেন, এর জন্য ঢাবি নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই চলবে। এছাড়া নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমও ঢাবি পরিচালনা করবে বলে জানান তিনি।