জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) রাত ১২টা নাগাদ ৫ ঘন্টা পর আবারও শুরু হয় ভোট গণনা।
জানা যায়, ওএমআর (OMR) মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেওয়ায় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরই স্থগিত করা হয়। পরে প্রার্থীদের সাথে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ বৈঠকের পর পুনরায় ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরু হওয়ার পর দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গরমিল ধরা পড়ে। এ কারণে গণনার ফলাফল নিশ্চিত করতে পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। তবে পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও রাত পর্যন্ত ভোট গণনা পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
অবশেষে সকল প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস,এজিএসদের নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সভায় সিদ্ধান্ত হয় রাত বারোটা থেকে একটি বিভাগ ম্যানুয়ালি গুনে পরে মেশিনের সাহায্যে শুরু হবে ভোট গণনা।
নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলী বলেন, প্রথমে ৩০০ ভোট ম্যানুয়ালি হাতে গণনা করা হবে। এরপর দুইটি মেশিনে গণনা করা হবে। যে মেশিনে গণনা ম্যানুয়ালি গণনার সাথে মিলে হবে অথবা কাছাকাছি হবে সে মেশিনে বাকি ভোট গণনা করা হবে।