Image description

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। এরপরই শেখ হাসিনরার পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লা শিশির। এদিন মধ্যরাতে তাকে বাসা থেকে আটক করে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নেতা ফাতিমা তাসনিম জুমা। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘লাভলুরে পুলিশের হাতে সোপর্দ করে এলাম। গণহত্যাকারী টিচারদের ব্যাপারেও আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে। উনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে।
এই জায়গায় কেউ তোষামোদি বা ক্ষমতার লোভে আসিনাই আমরা, ২০০০ শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আনার শপথ নিয়ে আসছি। এখানে গাদ্দার ও গাদ্দারির কোনো স্থান নাই।

জানা গেছে, গত বছর ছাত্র-জনতার আন্দোলনের দুই মাসের বেশি সময়ের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অফিসে বহাল তবিয়তে ছিলেন ছাত্রলীগপন্থী ৫ কর্মকর্তা-কর্মচারী। পরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের মুখে তাদেরকে সেখান থেকে সরিয়ে রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়। 

এই ৫ কর্মকর্তার মধ্যে একজন হলেন ডেপুটি রেজিস্টার লাভলু মোল্লা শিশির। তিনি ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।