
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ১১টি হলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
অন্যদিকে জিএস পদে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার। এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী সালমান সাব্বির।
মেয়েদের ৬টি এবং ছাত্রদের ৫টিসহ মোট ১১টি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব হলে ভিপি পদে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ৭ হাজার ২৬৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। একই প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান ৩ হাজার ৯৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। এদিকে জিএস পদে ১১টি হলের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ৬ হাজার ৪০৭ ভোট।
এ তিন পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১ হাজার ৯৩৫ ভোট, ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট এবং এজিএস পদে নিকটতম ছাত্রদল–সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩ হাজার ১৯৪ ভোট।