Image description

গত জুলাই মাসের শেষের দিকে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ‘মর্যাদা রক্ষায়’ ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছিল। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসকে আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সম্প্রতি ইউটিএল জানিয়েছে, শিক্ষক এই সংগঠনটিকে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক সংগঠন হিসেবে প্রমাণ করার জন্য কিছু শিক্ষক উঠেপড়ে লেগেছেন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন প্রেরিত এক বার্তা এমনটাই দাবি করা হয়।

বার্তায় বলা হয়, জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতি নিয়ে কাজ করে ইউটিএল। এটি কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন নয়। ইউটিএলের উপর কোনো রাজনৈতিক দল সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। 

‘‘আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করি। ইউটিএল শিক্ষকগণের অধিকার, শিক্ষা-গবেষণার উন্নয়ন ও নিরাপদ ক্যাম্পাস নিয়ে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কাজ করে।’’

বার্তায় আরও বলা হয়, আমরা বলছি- চিন্তার দিক থেকে এটি বাংলাদেশি জাতীয়তাবাদ ও মুসলিম জাতীয়তাবাদী শিক্ষকগণের সংগঠন; মধ্যমপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থীদের সংগঠন; এটি বিশ্বাসীদের সংগঠন। আমরা বলেছি- ধর্মবিশ্বাসী যেকোনো ধর্মের মানুষ ইউটিএলের সদস্য হতে পারবেন। নিজেকে সেক্যুলার বা ধর্মহীন পরিচয় দেয় এমন কাউকে আমরা ইউটিএলের সদস্য করিনা; কোনো ধর্মে বিশ্বাস করেন না, এমন কেউ ইউটিএলের সদস্য হতে পারেন না; এটি আমাদের মূলনীতির সাথে সাংঘর্ষিক। এই হলো আমাদের পরিচয়। 

‘‘এখন আপনি ইউটিএলকে কোনপন্থী বলে নিজে সন্তুষ্ট থাকবেন বা আপনার ফেলোদের সন্তুষ্ট রাখবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। আমরা এতে চিন্তিত নই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবো।’’