
এফ রহমান, আলাওল ও শাহজালাল হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এ এফ রহমান হলে ভিপি (সহসভাপতি) পদে ৩৮১ ভোট পেয়েছেন ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ২২৬ ভোট পেয়েছেন।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ৩৫১ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ২২০ ভোট পেয়েছেন।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৪৪২ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তাঁর নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২৩১ ভোট পেয়েছেন।
আলাওল হলে ভিপি পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ২৫২ ভোট পেয়েছেন।
জিএস পদে ৩৯৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ২০০ ভোট পেয়েছেন।
এজিএস পদে ৪৭১ ভোট পেয়েছেন ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান। তাঁর নিকটতম ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন ২২৫ ভোট পেয়েছেন।
শাহজালাল হলে ভিপি পদে ৭৭৯ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের ইব্রাহীম হোসেন। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. সাজ্জাদ হোসেন ৪৮১ ভোট পেয়েছেন।
জিএস পদে ৭৮০ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাঈদ বিন হাবিব। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের মো. শাফায়েত হোসেন ২৮৫ ভোট পেয়েছেন।
এজিএস পদে ৭৮৩ ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের সাজ্জাদ হোছন। তাঁর নিকটতম ছাত্রদল প্যানেলের আইয়ুবুর রহমান ৫৭৯ ভোট পেয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল শাহিন খান।