অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে ছড়ানো কিছু ভুয়া ফটোকার্ড সয়লাব সামাজিক মাধ্যমে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার এই সুপারস্টার। সম্প্রতি, দৈনিক প্রতিবেদন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপূর্বর ছবি ব্যবহার করে বিতর্কিত কিছু রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অভিনেতা। শুক্রবার ভুয়া ফটোকার্ডগুলো নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেছেন অপূর্ব। যার একটিতে লেখা হয়েছে, স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম। অন্য একটি ফটোকার্ডে লেখা, কোথাও স্বাধীনতা নেই। সবসময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচারই ভালো ছিল? ভুয়া ফটোকার্ড দুইটির বক্তব্য অপূর্বর নয় বলে স্পষ্ট করে জানিয়েছে অভিনেতা। ফটোকার্ডগুলো ফেসবুকে শেয়ার করে এ ধরনের ভুয়া নিউজ ও বিভ্রান্তিকর বিবৃতি তথ্য প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন অপূর্ব। একইসঙ্গে ওই পোস্টে তিনি বলেন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক প্রতিবেদনের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, শুধু অপূর্বর নামেই মিথ্যা ছড়ানো হচ্ছে না, বরং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ দেশের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতা ও কর্মীদের বক্তব্য বিকৃতি করে প্রকাশ করা হয়েছে।