২০২৩ সালে ‘ডন ৩’ ছবির টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল! কখনো রণবীর সিংকে ‘ডন’ অবতারে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন দর্শক-অনুরাগীরা, কখনোও আবার কাস্টিং বদলের জন্য চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে পরিচালক ফারহান আখতারের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। এবার বছর শেষের বড় খবর, ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়লেন রণবীর সিং!
এই ‘ডন’-এর চরিত্রে যেখানে অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানদের মতো তাবড় তারকাদের দেখে অভ্যস্ত সিনেপ্রেমীরা, সেখানে রণবীর সিংয়ের ব্যক্তিত্বর সঙ্গে নাকি এই চরিত্র একেবারেই বেমানান- প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর এমনটাই দাবি করেছিলেন সিনে অনুরাগীরা। যদিও সেই বিতর্কযজ্ঞে জল ঢেলে ‘অভিনেতা রণবীরের ক্যারিশমা’র কথা মনে করিয়ে দিয়েছিলেন ফারহান আখতার, তবে তাতে চিঁড়ে ভেজেনি। এবার রণবীর সিং নিজেই বহু প্রতীক্ষিত মেগাবাজেট সিনেমা থেকে সরে দাঁড়ালেন বলে জানিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। যদিও রণবীর সিং এই গুঞ্জনে কোনো মন্তব্য করেননি।