চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে প্রয়াত সালমান শাহের জুটি ভাঙে আরেক চিত্রনায়িকা শাবনূরের কারণে, এমনটাই শোনা গিয়েছিল বিভিন্ন সময়ে। তবে এই জুটি ভাঙে সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরার কারণে, এমনটাই জানিয়েছেন প্রয়াত এই অভিনেতার ম্যানেজার মো. মুনসুর আলী।
তিনি জানিয়েছেন, মৌসুমীকে নিয়ে সালমানকে সন্দেহ করতেন নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে প্রথমবারের মতো সালমান শাহ প্রসঙ্গে একাধিক অজানা তথ্য প্রকাশ করেন মো. মুনসুর আলী।
সালমান ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু? এমন প্রশ্নে তিনি বলেন, আমি সালমান শাহর সঙ্গে সাড়ে ৪ বছর ছিলাম। তার ও শাবনূরের প্রেমের সম্পর্কের সত্যতা কতটুকু তা আমি জানি না। তবে আমি যেটা জানি সেটা হলো সামিরা ভাবি মৌসুমী মেমকে নিয়ে মাইন্ড করতেন। এ কারণে ‘দেনমোহর’ সিনেমার পর আর কোনো সিনেমায় মৌসুমীর সঙ্গে সিনেমা করতে চাননি সালমান ভাই।
মো. মুনসুর আলী আরো বলেন, ‘দেনমোহর’ সিনেমার পর সালমান ভাইয়ের কাছে আরো একটি কাজের অফার এসেছিল। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটা না করে দেন। তাকে যখন আমি বলি, ভাই সিনেমার গল্প তো ভালো ছিল, তখন সালমান শাহ আমাকে বলেন, তোমার ভারি আমাকে এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না।
সালমান শাহর এই ম্যানেজারের দাবি, সামিরা হকের সন্দেহের কারণেই ঢালিউডে ভেঙে যায় সালমান শাহ-মৌসুমী জুটি। যে কারণে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ জুটি গড়েন শাবনূরের সঙ্গে।
শাবনূর প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দেখাতেই সালমান শাহ শাবনূরকে বলেন, আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো। সব সময় আমি ভাইকে নারীদের সম্মান করতে দেখেছি।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর। এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।