Image description
 

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে ইতালি সরকার। ফ্যামিলি ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও দীর্ঘসূত্রতা কাটাতে নতুন অধ্যাদেশ জারি করেছে দেশটি। নতুন আইনে বলা হয়েছে, আবেদন জমার পর সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করা বাধ্যতামূলক।

 

এ সিদ্ধান্তে খুশি হয়েছেন ইউরোপে থাকা প্রবাসী বাংলাদেশিরা। বহু বছর ধরে ফ্যামিলি ভিসার আবেদন আটকে থাকা ও অনুমতিপত্র পেতে দীর্ঘ সময় লাগার অভিযোগ ছিল ইতালিতে বসবাসরত প্রবাসীদের। এতে নির্ধারিত সময়ে পরিবারের সদস্যদের দেশে আনতে ব্যর্থ হতেন অনেকে, ফলে পড়তেন মানসিক ও আর্থিক চাপে।

নতুন আইনের ফলে এই ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছেন প্রবাসীরা। তারা বলছেন, এই পদক্ষেপ ইতালিতে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর জন্য একটি বড় স্বস্তির খবর।

 

এছাড়া নতুন অধ্যাদেশে বলা হয়েছে—ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন এমন প্রমাণ দিতে পারলে সংশ্লিষ্ট অভিবাসীরা এক বছরের বৈধ অবস্থানের অনুমতি পাবেন। একই সুবিধা প্রযোজ্য হবে স্পন্সর ভিসায় আগত প্রবাসীদের ক্ষেত্রেও।

 

প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, ইতালি সরকারের এ সিদ্ধান্ত তাদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে এবং ফ্যামিলি ভিসা প্রক্রিয়াকে আরও মানবিক ও স্বচ্ছ করবে।