নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের নিজ নিজ কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শনিবার শিল্পকলা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন, আগামীতে যে সরকারই আসুক না কেন, সম্মান সহকারে মন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হলেও তিনি আর কোনো দায়িত্ব গ্রহণ করবেন না। বলেন, এটিই আমার শেষ দায়িত্ব। তিনি জানান, নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের নিজ নিজ কাজে ফিরে যাবেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, “আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি।” তিনি সতর্ক করে বলেন, কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সমাজে সন্দেহ ছড়ানোর চেষ্টা করছে।
এর আগে গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে আ ফ ম খালিদ হোসেন ঘোষণা দিয়েছিলেন যে, ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।