Image description
 

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না। তবে তাকে সামাজিকমাধ্যমে দেখা যায়। সামাজিকমাধ্যমে বরাবরই তিনি ব্যক্তিজীবনের ভালো-মন্দ নানা অনুভূতি ভক্তদের মাঝে শেয়ার করে নেন। 

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে সামাজিকমাধ্যমে দেওয়া একটি ছবি পোস্ট করে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। 

সেই ছবিটি ছিল সদ্য প্রয়াত তার চাচার সঙ্গে তোলা ছবি। ছবির ক্যাপশনে মৌসুমী হামিদ লিখেছেন, সুস্থ মানুষটাকে মাটিতে দিয়ে আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। রেস্ট ইন পিস কাকু।

তিনি আরও লিখেছেন, তোমার প্রাণহীন চেহারাটা এত হাসিমাখা ছিল যে, ওই চেহারাটাই সারাজীবন মনে থাকবে । তুমি ভালো থেকো। আসতেছি আমিও শিগগিরই হয়তো। আমরা একসঙ্গেই আবার তাড়াতাড়ি চিল করব কাকু।

এবার অভিনেত্রী দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,  এই দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল— চিরতরে। তবে কী কারণে তার চাচার সঙ্গে এমন ঘটনা ঘটল, তা বিস্তারিত জানাননি মৌসুমী হামিদ।

সামাজিক মাধ্যমে দেওয়া মৌসুমী হামিদের সেই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা ছাড়াও অভিনেতা রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকে শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।