
জনপ্রিয়তা থাকা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন অনেক অভিনয়শিল্পী। অভিনেতারা আবার ক্যামেরার সামনে এলেও অভিনেত্রীরা চলে যান আড়ালে। সংসার সামলে আর ফিরে আসা হয় না পর্দায়। অনেকে আবার আগেই ঘোষণা দেন, বিয়ের পর ছেড়ে দেবেন অভিনয়। সম্প্রতি এমন এক ঘোষণা দিয়েছেন টিভি নাটকের পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। এক রিয়েলিটি শো থেকে নাটকে আসা এই অভিনয়শিল্পী বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’ নাটকে এমন মুখ আছে অনেক, যাদের বিয়ের পর আর দেখা যায়নি অভিনয়ে। কেউ অভিনয় ছেড়েছেন নিজের ইচ্ছায়, কেউ ছেড়েছেন বিচ্ছেদের পর।
ইপশিতা শবনম শ্রাবন্তীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশেষ করে ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত ছোট পর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় মুখ তিনি। ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে নায়িকা হওয়ার স্বপ্নটিও পূর্ণ হয় তার। সিনেমাটি দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর খোরশেদ আলমকে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান। তাদের ঘরে দুই মেয়ে রাবিয়া ও আরিশা। মেয়েদের সঙ্গে নিয়ে শ্রাবন্তী এখন আমেরিকায় বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে আসেন। তাকে সর্বশেষ দর্শকরা দেখেছিলেন ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকে।
ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক ভালোবাসায় সিক্ত হন শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৬ সালে ভালোবেসে সহশিল্পী হিল্লোলকে বিয়ে করেন এই অভিনেত্রী। একটা সময় তাদের ঘরে আসে মেয়ে ওয়ারিশা। কয়েক বছর পর হিল্লোলের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর আস্তে আস্তে কাজ থেকে ছিটকে যেতে থাকেন তিনি। এখন তার দিন কাটে সাত সমুদ্র তেরো নদীর ওপারে, কানাডার মন্ট্রিয়ল শহরে। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন সেখানে।
হুমায়ূন আহমেদের গল্প এবং তৌকীর আহমেদের পরিচালনায় নির্মিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে অভিষেক ঘটেছিল বিন্দুর। এ ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকের অভিনয় দিয়ে তিনি খুব সহজেই পৌঁছে যান দর্শকের অন্তরে। ২০১৪ সালে বিয়ের পরপরই বিজ্ঞাপন, অভিনয়সহ মিডিয়ার সব মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।
২০১১ সালের ভিট তারকা হাসিন রওশন জাহান। অনেকে বিয়ের পরই মিডিয়া থেকে দূরে চলে গেলেও হাসিনের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তিনি প্রেম করে বিয়ে করেন, এমনকি তার স্বামী সব সময় মিডিয়ার কাজে হাসিনকে সহযোগিতা করতেন। কিন্তু হুট করেই তিনি নিজে সিদ্ধান্ত নেন, আর মিডিয়ায় কাজ করবেন না।
বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। লন্ডনে গিয়ে মাসুদ রানা নামের এক প্রবাসী বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি। সেখানেই পেতেছেন সুখের সংসার।