
ঢালিউডের জনপ্রিয় 'বেদের মেয়ে জ্যোৎস্না'খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভালো নেই। বর্তমানে লন্ডনে হার্লি স্ট্রিট ক্লিনিকে ব্রেন টিউমারে চিকিৎসাধীন। তার বর্তমান শারীরিক অবস্থা খুব একটা ভালো না, যা ইতোমধ্যে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম।
চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল। নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন। আগে থেকেই জানতেন ইলিয়াসের ব্রেন টিউমারের বিষয়টি। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী রোজিনা। লন্ডনের হাসপাতালে দেখতে গিয়ে অভিনেতার অসুস্থতায় এ প্রার্থনা করেন তিনি।
ঢালিউডের সোনালি যুগের অভিনেতাকে দেখতে গিয়ে রোজিনা বলেন, তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান; আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। রোজিনা বলেন, কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ় মনে হয়েছে। ব্রেনের সমস্যা থাকায় মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সব মিলিয়ে আমি তাকে অনেক ভালো দেখেছি। তিনি আরও বলেন, কাঞ্চন যদিও শারীরিকভাবে অসুস্থ, নিয়মিত নামাজ পড়ছেন এবং কথাবার্তা একটু আস্তে-ধীরেই বলছেন।
এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও খলঅভিনেতা—মিশা সওদাগর, অভিনেতা নাঈম ও আমিন খানও তার সুস্থতা কামনা করেছেন।
মিশা সওদাগর বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্র শিল্পের অন্যতম অভিভাবক। একসময় তিনি শিল্পী সমিতির সভাপতিও ছিলেন তিনি। তার অবদান অনস্বীকার্য। সবার মতো তিনি আমারও শ্রদ্ধার মানুষ। তিনি বলেন, কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর কিছু দিন আগেই জেনেছি। পারিবারিকভাবে এটি গোপন রাখা হয়েছিল, তাই কাউকে বলিনি। এখন পরিবার থেকেই দোয়া চাওয়া হয়েছে।
এ খলঅভিনেতা বলেন, এ মানুষটি শুধু সিনেমার মানুষ নন, তিনি একজন সমাজ সচেতন মানুষ। তার গড়া 'নিরাপদ সড়ক চাই' উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। আমি চাই, অসমাপ্ত কাজগুলো যেন তিনি শেষ করতে পারেন। দেশবাসীর কাছে আমার অনুরোধ—কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন।
নব্বই দশকের সাড়াজাগানো অভিনেতা নাঈম সিনেমা থেকে দূরে আছেন। কিন্তু সিনেমার মানুষের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। প্রবীণ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে তিনি চুপ থাকেননি। তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন। নাঈম বলেন, হঠাৎ করে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনে কষ্ট পেয়েছি, খুব খারাপ লেগেছে। একটাই চাওয়া—তিনি সুস্থ হয়ে ফিরে আসুক। 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের মাধ্যমে মানুষের মনে তিনি বড় জায়গা করে নিয়েছেন। এই কাজটি যেন চলমান থাকে।
ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় অভিনেতা আমিন খান বলেছেন, কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। খবরটি শোনার পর প্রচণ্ড খারাপ লেগেছে। কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের একজন অভিভাবক। সবচেয়ে বড় কথা— তিনি একজন ভালো মানুষ। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি— কাঞ্চন ভাই যেন সুস্থ হয়ে উঠেন।
উল্লেখ্য, গত সাত মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন মানসিকভাবে ভেঙে পড়েছেন। কর্মব্যস্ত জীবন ছেড়ে লন্ডনের ঘরবন্দি জীবন তাকে বিচলিত করে তোলে। থেরাপির কারণে তার শরীরে ক্লান্তি এসেছে এবং কথা বলতেও কষ্ট হচ্ছে। তাই চিকিৎসকরা তাকে ফোনে কথা বলতে নিষেধ করেছেন।
ইলিয়াস কাঞ্চন লন্ডনে তার মেয়ে ইসরাত জাহানের বাসায় থাকছেন। জামাতা আরিফুল ইসলাম জানান, ইলিয়াস কাঞ্চন গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে আছেন। সেখানে হার্লি স্ট্রিট ক্লিনিকের অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
তিনি বলেন, গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালের অধ্যাপক ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে একটি সফল অস্ত্রোপচার করা হয়। টিউমারের কিছু অংশ ইতোমধ্যে অপসারণ করা হয়। পুরো টিউমার অপসারণ করা হলে জীবনহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলার ঝুঁকি ছিল বলেও চিকিৎসকরা জানান। তাই চিকিৎসকদের পরামর্শে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়।