
বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। কনে একজন সেনা কর্মকর্তা, নাম সাবা সানজিদা রহমান। কনের বাসা ঢাকার ওয়ারীতে, নানির বাড়ি সিলেটে।
গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে তানজীব সারোয়ার ও সাবার আংটি বদল সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় তানজীব সারোয়ার কালের কণ্ঠকে বলেন, ‘হ্যাঁ আমাদের এনগেজমেন্ট হয়েছে গতকাল (শুক্রবার)। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
কনে সম্পর্কে তানজীব সারোয়ার বলেন, ‘আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং—ও আর্মি অফিসার, আমি গায়ক।
অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে আলোচিত এই গায়ক বললেন, ‘ওর সঙ্গে কথা হতো আমার।
তানজীব সারোয়ার আনুষ্ঠানিকভাবে গানের জগতে প্রবেশ করেন ২০১১ সালে। সে সময় তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।