
বাবাকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে হঠাৎ বাবার ঘরে ফিরে এলো মেয়ে। দরজা খুলতেই সামনে মেয়েকে দেখে স্তব্ধ হয়ে গেলেন বাবা। বিস্ময়, আনন্দ আর অশ্রুতে কেঁপে উঠলো বুক। মুহূর্তেই জড়িয়ে ধরলেন আদরের সন্তানকে।
ভিডিওতে দেখা যায় এক সদ্য বিবাহিত মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে ফিরে বাবাকে সারপ্রাইজ দেয়। যা এক আবেগপূর্ণ মুহূর্ত তৈরি করে। যেখানে বাবা মেয়েকে দেখে হতবাক এবং আনন্দিত।
তিনি আরো লেখেন, ‘বাসে আম্মু একবার ফোন দিলেও আমি কেটে দিয়েছিলাম। এরপর বিকেলে আবার ফোন দিচ্ছিল আর ওই মুহূর্তে আমি ঘরে ঢুকছি। আম্মু একদম বাচ্চাদের মতো ছলছল করে উঠছে। এরপর বাবাও আসলো দোকান থেকে। দেখে এমন সারপ্রাইজড যে কিছুক্ষণ প্রসেসই করতে পারছিল না। তার খুশি দেখে মনে হচ্ছিল আশা সার্থক। এটাই হলো বাবার রিয়েকশন। আর ভিডিওর লাস্টে বলা কথাটা হলো বাস্তবতা।’
জান্নাতের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাবা-মায়ের অমূল্য সম্পর্কের এই দৃশ্য দেখে চোখে জল এনেছে অনেকের। কেউ কেউ আবার নিজেদের অভিজ্ঞতার কথাও লিখেছেন। তুলে ধরেছেন নিজেদের আবেগ। অনেকেই বলছেন এই ভিডিওটি বাবা-মায়ের অম্লান বন্ধনের কথা তুলে ধরেছে।