
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে নেয়া হয়।
এর আগে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে নেয়া হয় মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে।
নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে গত এপ্রিলে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়।