Image description

বলিউডে নিজের জায়গা করে নিতে কম যুদ্ধ করতে হয়নি নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। সে কারণেই হয়তো তিনি বলিউডের প্রশ্নে সবসময়ই সরব। কোনও বিষয়ে কথা বলতে একেবারেই রাখঢাক করেন না।

যেমন সম্প্রতি, বলিউডের সিনেমায় সেন্সর বোর্ডের হস্তক্ষেপ নিয়ে তীব্র মন্তব্য করে শিরোনামে এসেছেন তিনি। বোর্ডের আরোপিত কাটছাঁটের সমালোচনা করেছেন। অভিনেতা এ কথাও বলেন যে, বিশ্ব মঞ্চে ভারতীয় সিনেমা নিয়ে প্রায়ই উপহাস করা হয়!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকী ভারতের সেন্সর বোর্ডের অতিরিক্ত হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, ‘এই ধরনের কাটছাঁট প্রায়ই একটি সিনেমার মূল দৃষ্টিভঙ্গি কেড়ে নেয় এবং পরিচালকের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়।’

তিনি জোর দিয়ে বলেছেন যে, ‘এই ক্রমাগত হস্তক্ষেপ ভারতীয় সিনেমার জন্য সৃজনশীলভাবে উন্নতি করা এবং বিশ্ব মঞ্চে নিজেদের তুলে ধরা কঠিন করে তুলছে।’

নওয়াজউদ্দিন সিদ্দিকীনওয়াজউদ্দিন সিদ্দিকীঅভিনেতা আরও ব্যাখ্যা করেছেন যে, ‘যদি ভারতীয় সিনেমা অতিরিক্ত সেন্সরশিপের কবলে পড়ে, তাহলে এটি কখনোই বিশ্বব্যাপী প্ল্যাটফর্মগুলিতে প্রভাব বিস্তার করতে পারবে না। অন্যান্য দেশের সিনেমাগুলি সৃজনশীল ও স্বাধীনভাবে তৈরি হয়। অন্যদিকে ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিকভাবে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এসব সেন্সরশিপ প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এই সেন্সরশিপের আধিপত্য অব্যাহত থাকলে, ভারতীয় সিনেমাগুলি কখনই সেই বিশ্বমানের স্তরে পৌঁছাতে পারবে না এবং আন্তর্জাতিক অনুষ্ঠানে উপহাসের বিষয় হয়ে উঠবে।’

অভিনেতা বলেন, “বিদেশিরা আমাদের সিনেমা দেখেন হাসেন এবং বলেন, ‘এটা কী!”

বলা প্রয়োজন, নওয়াজউদ্দিন সিদ্দিকীকে সম্প্রতি ‘কোস্টাও’ সিনেমাতে দেখা গেছে। তিনি এখানে একজন কাস্টমস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।

সূত্র: পিঙ্কভিলা