
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি আমদানি রপ্তানি ব্যবসা করেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় চোরাইপথে ভারত যাচ্ছিলেন তিনি।সোমবার সকালে মুন্সিপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম নাহিদা সুলতানা (৩২)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার গোসালা গ্রামের বাসিন্দা।মুন্সিপাড়া ক্যাম্পের নায়েক সাইদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে আমাদের বিজিবি টহলরত অবস্থায় এক নারীকে ভারতে প্রবেশ করতে দেখে তাকে আটক করা হয়। পরে ধোবাউড়া থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, এ বিষয়ে আইনগত যে প্রক্রিয়া রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নাহিদা সুলতানার কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি ভারত থেকে আমদানি রপ্তানি ব্যবসা করেন। বর্তমানে ভিসার মেয়াদ শেষ। তাই বাধ্য হয়ে চোরাইপথে যাচ্ছিলেন।