Image description
 

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জেকে সেলিমকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। জানা যায়, রোববার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া ওরফে জেকে সেলিমকে গাজীপুরের কোনাবাড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে। কোনাবাড়ী আমবাগান এলাকায় জেকে সেলিম দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। তার আমবাগানের ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। 

 

 

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, বিষয়টি শুনেছি; তবে কী মামলায় গ্রেফতার হয়েছে তা কোনাবাড়ী থানার পুলিশ বলতে পারবে। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বাসন থানায় পাঠানো হয়েছে বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন।