Image description

ঢাকাই সিনেমায় অনেক নায়িকার আবির্ভাব ঘটেছে। এসব নায়িকার মধ্যে কেউ স্থায়ী আসন গড়েছেন, আবার কেউ কালের পরিক্রমায় হারিয়ে গেছেন। নব্বই দশকেও এমন অনেক আলোচিত নায়িকা ছিলেন, যাদের অনেকেই এখন সিনেমা থেকে দূরে, কেউবা চিরতরে বিদায় জানিয়েছেন অভিনয়কে। এদের মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন প্রবাসে। নব্বই দশকের আলোচিত সেসব নায়িকা নিয়েই আজকের এ প্রতিবেদন। লিখেছেন রিয়েল তন্ময়

মৌসুমী

বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নাম মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারসহ অনেক সম্মাননা। তবে তিনি সিনেমায় অনেকটাই অনিয়মিত এখন। প্রায় দুবছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করছেন। গত ২৭ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’র মঞ্চে গান গেয়েছেন এ চিত্রতারকা। এ মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফিরবেন না আর অভিনয়েও। এমন কথাই জানিয়েছেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানী। কারণ হিসাবে তিনি মৌসুমীর অভিমান ও আক্ষেপের কথাও তুলে ধরেন। সর্বশেষ মৌসুমীকে দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোনার চর’ সিনেমায়।

শাবনাজ

ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা শাবনাজ। ‘চাঁদনী’ দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ। নব্বই দশকের শুরুর দিকে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ছিল ‘চাঁদনী’। এরপর আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গেও তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সে সময় আলোচিত এ নায়িকাও এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তারও অভিনয়ে ফেরার আর সম্ভাবনা নেই।

শাবনূর

নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা শাবনূর। দীর্ঘসময় তিনি ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু করেন তিনি। আলোচিত নায়ক সালমান শাহর নায়িকা হিসাবেই তিনি বেশি আলোচিত ছিলেন। জুটি হিসাবে অভিনয় করেছেন অনেক ব্যবসাসফল সিনেমায়। নব্বই থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছেন শাবনূর। বর্তমানে তিনি বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। 

এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমায়। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে অর্ধযুগ পর গেল বছর ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি সিনেমার যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু সেসব সিনেমার আর কোনো আপডেট পাওয়া যায়নি। 

তবে শাবনূর গণমাধ্যমে বলেছেন, চলতি বছর দেশে ফিরে অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করবেন। তবে ফিরতে একটু দেরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে, সবশেষ গেল মার্চের শেষ সপ্তাহে মাত্র ৮ ঘণ্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর। অসুস্থ মাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই এসেছিলেন নন্দিত এই চিত্রনায়িকা।

পপি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। ইন্ডাস্ট্রিতে টানা দুই দশক রাজত্ব করেছেন তিনি। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমাটি তার ক্যারিয়ারের ব্যবসাসফল সিনেমাগুলোর একটি। এক সময়ের ব্যস্ত এ নায়িকা হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন। নীরবে চলে যান আড়ালে। পরে জানা গেছে, বিয়ে করে সংসারি হয়েছেন তিনি, স্বামী-সন্তান নিয়ে সুখেই রয়েছেন। ছেড়ে দিয়েছেন অভিনয়। 

যদিও বিয়ে নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন এ অভিনেত্রী। অবশেষে নিজেই স্বামী সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন এবং অভিনয় থেকে নিজের বিদায়ের বিষয়টিও স্পষ্ট করেন। তার মানে এ নায়িকাকে আর সিনেমায় দেখা যাবে না। ক্যারিয়ারের শেষ দিকের একাধিক সিনেমার শুটিং শেষ না করেই ইতি টানেন ঢাকাই সিনেমা থেকে।

আঞ্জুমান শিল্পী

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ঢাকাই সিনেমায় আসেন নায়িকা শিল্পী। তার অভিনীত প্রথম সিনেমা ‘নাগ নর্তকী’। তবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলার কমান্ডো’। এরপর সালমান শাহর বিপরীতে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া পান। ক্যারিয়ারে প্রায় ৩৬টি সিনেমা করেছেন। 

তবে ২০০০ সাল থেকে তিনি নিজেকে সিনেমা থেকে গুটিয়ে নেন। মাঝে তাকে নাটকে অভিনয় করতেও দেখা গেছে। উপস্থাপনাও করেছেন তিনি। বর্তমানে অভিনয়ে দেখা যায় না তাকে। তবে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা মেলে।

তামান্না

বাপ্পারাজের বিপরীতে ‘ত্যাজ্যপুত্র’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় নায়িকা তামান্নার। এটি মুক্তি পায় ১৯৯৫ সালে। এরপর ১৯৯৮ সালে রুবেলের সঙ্গে ‘ভণ্ড’ নামে একটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। তার ক্যারিয়ারেও রয়েছে একাধিক সিনেমা। 

সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘পাগল তোর জন্যরে’ সিনেমায়। এটি ২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর আর তিনি সিনেমামুখী হননি। ২০২১ সালে এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসারি হয়েছেন। বর্তমানে সুইডেনে বসবাস করছেন এ নায়িকা।

এ ছাড়া সে সময়ের আরও অনেক নায়িকা রয়েছেন, যারা বেশ আলোচনায়ও এসেছিলেন। তাদের অনেকেই এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অলিভিয়া, অন্তরা, জেবা, সোনিয়া, লিমা, শাহনাজ প্রমুখ।