
অভিনয়ে আর ফিরতে চাইছেন না ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী, এমনটাই জানিয়েছেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। সময়ের পরিবর্তনে মৌসুমী অভিনয়কে ভুলে যেতে চাইছেন, ফিরতে চাচ্ছেন না সিনেমায়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। ২০২৩ সালের অক্টোবরে দেশ ছাড়েন তিনি। সঙ্গে আছেন মেয়ে ফাইজা ও অসুস্থ মা। এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ওমর সানী জানান, ‘মৌসুমী এখনই ফিরছেন না। মেয়ের পড়াশোনা ও শাশুড়ির অসুস্থতা মিলিয়ে ওর এখন পরিবারকেই সময় দেওয়া জরুরি।
তবে সবচেয়ে হৃদয়বিদারক ছিল সানির মুখে শোনা মৌসুমীর একটি উক্তি— ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম।’
নতুন প্রজন্মের শিল্পীদের আচরণ নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন সানি। তার ভাষায়, ‘নতুনদের সৌজন্যবোধে ঘাটতি আছে। অনেকেই এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।’
১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মৌসুমীর। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের ঈদে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সোনার চর।