Image description

জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রশংসা করলেন ইউটিউবার সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসির হোসেনকে। সঙ্গে প্রশংসা করলেন আরও একজনের। নাম প্রকাশ্যে না আনলেও নেটিজেনরা ধরে নিয়েছে সেই মানুষটি তরুণ গায়ক শেখ সাদী!

 

গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি, ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’

প্রভার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দু’একজন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদীর নাম। কেননা সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তার গৃহকর্মী পিংকি আক্তারের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদী। সমর্থন করেছেন নায়িকাকে।

ভক্তদের ধারনা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা।