
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ রাত ১০টায় তার ফেরিভাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক পুনর্বহালের বিষয়ে তার মতামত প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল করা একটি ‘বাজে নজির’ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাতিল করে পদক পুনর্বহাল করার মাধ্যমে ‘একটি পাপ মোচন’ করেছে।×
তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানিকে স্বাধীনতা পদক দেওয়ার প্রসঙ্গেও মন্তব্য করেন। ফারুকীর মতে, ১৯৮৫ সালে সমাজসেবা ক্যাটাগরিতে ওসমানিকে পুরস্কার প্রদান তার প্রতি সুবিচার ছিল না। তবে যেহেতু তিনি একবার পুরস্কার পেয়েছেন, তাই পুনরায় তাঁকে স্বাধীনতা পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এছাড়া, এবারের স্বাধীনতা পুরস্কারের তালিকাকে ‘অসাধারণ’ বলে আখ্যা দিলেও তিনি মনে করেন যে এতে আরও কিছু সংযোজন করা যেত। বিশেষ করে, ‘মায়ের ডাক’ সংগঠনকে তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারত বলে তিনি মত দেন। ফারুকী উল্লেখ করেন, গুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মতো সাহসী ভূমিকার জন্য ভবিষ্যতে সংগঠনটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে পারে বলে তিনি আশাবাদী।