
দেশের অন্যতম শক্তিমান দুই অভিনেতা মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী। দেশের গণ্ডি ছাড়িয়ে ভারতেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তারা। এর স্বীকৃতিস্বরূপ এবার ভারতের মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন মোশাররফ ও চঞ্চল।
প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সমালোচক বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।
একই বিভাগে মোশাররফ করিম মনোনয়ন পেয়েছেন ‘হুব্বা’ সিনেমার জন্য। ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমায় হুগলীর গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছেন বাংলাদেশ এই শক্তিমান অভিনেতা।
এ বিভাগে মোশাররফ, চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।
এদিকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাংলাদেশের নিয়মিত মুখ জয়া আহসান ‘বহুরূপী’ সিনেমায় অভিনয় করে মনোনয়ন পেয়েছেন। এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হওয়া জয়া এবার পঞ্চম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সামনে দাঁড়িয়ে। সেরা অভিনেত্রী বিভাগে তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।
আগামী ১৮ মার্চ কলকাতায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।