Image description

বর্তমান সময়ের নন্দিত অভিনেত্রীদের একজন আইশা খান। অভিনয়, ব্যক্তিত্ব, সৌন্দর্য ও শালীনতায় অল্প সময়েই ভক্তদের হৃদয় জয় করেছেন তিনি। স্রোতের জোয়ারে না ভেসে বুঝেশুনেই নাটক, ওয়েব সিরিজ এমনকি সিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি ঢাকা পোস্টের মুখোমুখি হয়েছিলেন আইশা। যেখানে অভিনয়, ক্যারিয়ার, শৈশব, প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। 

শোবিজাঙ্গনে বহুদিন ধরে কাজ করলেও আইশাকে নিয়ে কোনো প্রেমের গুঞ্জন নেই। কেনো নেই, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বললেন- ‘স্কুল লাইফ থেকেই আমি খুবই রাফ এন্ড টাফ পারসনালিটি নিয়ে চলাফেরা করতাম। এটার জন্য হয়তোবা কেউ প্রপোজাল বা প্রেমের সাহসটা করতে পারেনি। আরা যারা করেছেন, তাদের সঙ্গে হয়তো কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি, একটা সময়ে তাদের কোনো নির্দিষ্ট বিষয়ে চোখে পড়ার পর মনে হয়েছে, দুরত্ব বজায় রাখাই ভালো।’

প্রেম না করলেও লাইফ পার্টনার হিসেবে কেমন পাত্র চান, সেটা জানিয়েছেন আইশা খান। এক্ষেত্রে অভিনেত্রীর প্রথম পছন্দ- ছেলেকে অবশ্যই নামাজি হতে হবে। 

আইশা বললেন, ‘লাইফ পার্টনার বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রথমে যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে- ছেলে নামাজি কি না। কারণ আমার মাঝেমধ্যে নামাজ একটু কম পড়া হয়। সেক্ষেত্রে আমার পার্টনারের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের গুনটা অবশ্যই থাকতে হবে। ’

অভিনেত্রী জানালেন, নামাজের জন্যই বাসায় মায়ের কাছে বেশি বকাঝকা শুনতে হয়। কারণ নামাজ নিয়ে তার পরিবারও বেশ সচেতন। 

আইশার সংযোজন, ছেলেকে অবশ্যই ভালো ব্যবহার জানতে হবে। কারণ ভালো ব্যবহার-আচারণ আয়ত্তে আনতে সময়ের প্রয়োজন হয়। তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে। যিনি সবাইকে সম্মান করতে জানেন।

সবশেষ আইশা বললেন, এই দুইটা গুনের পাশাপাশি সে যদি একটু ট্রাভেল ফ্রিক হয় তাহলেই হবে। কারণ আমি ঘুরতে পছন্দ করি, আমার লাইফ পার্টনারও যদি কষ্ট করে একটু ঘুরতে পারে তাহলেই হবে। বাকিটুকু মানিয়ে নিতে পারব...(হাসি)।

লাইফ পার্টনার এখনও খুঁজে না পেলেও, বিয়ের তারিখ কিন্তু ঠিক করে রেখেছেন আইশা। অভিনেত্রী জানালেন, ২১ ডিসেম্বর বিয়ে করবেন তিনি।

আর সাল? সেটা অবশ্য এখনই নিশ্চিত করে কিছু বলতে পারলেন না। অভিনেত্রীর কথায়, ‘ডিসেম্বর মাসে সবাই তো ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর বিয়ে করে। তাই আমি চিন্তা করেছি, আমার বিয়েটা ২১ ডিসেম্বর হবে। যদিও কোন সাল, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আগে পাত্র খুঁজে পাই, তারপর ২১ ডিসেম্বর বিয়ে করে নিব...(হাসি)।’